সরওয়ার কামাল,মহেশখালীঃ
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলীর বিট কর্মকর্তা ইউসুফ কে হত্যার পরে ও থেমে নাই জমি দখলকারীরা।
মহেশখালী রেঞ্জের কেরুনতলী বন বিটের আওতাধীন তোঁতার ঝিরি’র পাহাড়ে ৩রা জুলাই বিকাল ৪ টায় সংরক্ষিত বনের পাহাড়ী এলাকায় জমি দখলকারীরা অবৈধ ভাবে পানের বরজ তৈরীর চেষ্টা কালে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খানঁ জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ পানের বরজ গুডিয়ে দিয়ে সরকারী বনভূমি জমি দখলমুক্ত করা হয়। বন বিভাগের অভিযানের টের পেয়ে দখলকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। দখলকারীরা বন বিভাগের ফরেস্টার মোঃ ইউসুফ উদ্দীন হত্যা মামলার আসামী বলে জানান বিট কর্মকর্তা।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান, হোয়ানক ইউনিয়নের সংরক্ষিত পাহাড়ে অবৈধ ভাবে পান বরজ তৈরী করার খবর পেয়ে তাৎক্ষনিক কেরুনতলী বিট কর্মককর্তা মঞ্জুর আলম সহ বনকর্মীদের নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে দখলকারীর কবল থেকে অবৈধ ভাবে নির্মিত পানের বরজটি ভেঙ্গে দেওয়া হয়। এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিগত ২০২০ সালের ৩০শে জুলাই তারিখে দখলকারীদের কবল থেকে জমি উদ্ধার অভিযান চালালে ফরেষ্টার মোহাম্মদ ইউসুফ উদ্দীন কে তারা নির্মমভাবে আহত করেছিল । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা গিয়েছিল।
অবৈধ জমি দখলকারীরা কিছুদিন আত্বগোপনে থাকলেও সাম্প্রতিক ওই পাহাড়ী এলাকায় অবৈধ ভাবে পান বরজ তৈরী করলে অভিযান চালিয়ে ওই পানের বরজ গুড়িয়ে দিয়ে ১০শতক বন ভূমির জমি দখলমুক্ত করা হয়েছে।