ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং সেন্টারে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে।
হামলার ঘটনায় ২২ বছর বয়সী একজন ডেনিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেন,হামলাকারীদের উদ্দেশ্য এখনও আমরা স্পষ্ট না হলেও এই ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ হিসেবে চিহ্নিত করেছি।রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে মিঃ থমাসেন বলেন, হামলায় কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা।
প্রত্যক্ষদর্শীরা শহরের দক্ষিণে ফিল্ডস মলের অভ্যন্তরে বন্দুকযুদ্ধের শব্দে ক্রেতাদের মধ্যে আতঙ্কের কথা বলেছেন।এমিলি জেপেসেন জিল্যান্ডস-পোস্টেন সংবাদপত্রকে বলেছেন: “আপনি জানতেন না কী ঘটছে। হঠাৎ করেই সব জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।”আরেক প্রত্যক্ষদর্শী, মাহদি আল-ওয়াজনি টিভি ২ কে বলেছেন যে বন্দুকধারী একটি ” রাইফেল” বহন করেছিল।
তবে তিনি সাংবাদিকদের বলেন, অন্য বন্দুকধারীদের জড়িত আছে কিনা তা আমরা নিশ্চিত হইনি।
ফিল্ডস ডেনমার্কের বৃহত্তম শপিং সেন্টার, যেখানে ১৪০টিরও বেশি দোকান এবং রেস্তোরাঁ রয়েছে।
ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলস সন্ধ্যার পরে ঘটনাস্থল থেকে এক মাইলেরও কম দূরত্বের একটি স্থানে পারফর্ম করবেন।আয়োজকরা ফেসবুকে লিখেছেন, পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের পর কনসার্টটি এগিয়ে যাবে।
সূত্র-বিবিসি।
আন্তর্জাতিক সংবাদ আরও পেতে ক্লিক করুন।