গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে ৫টি চোরাই সিএনজিসহ ১ জন সিএনজি চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭ এর একটি দল।
র্যাব জানায়,কিছুদিন যাবৎ চট্টগ্রাম জেলার হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সিএনজি চুরির ব্যাপারে র্যাবের কাছে অভিযোগ আসছিলো।ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে চোরাই সিএনজি উদ্ধার ও জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র্যাব চট্টগ্রামের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে শনিবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাবের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে আসামি ইফতেকার হাসানকে গ্রেফতার করি।সে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতলা এলাকার বদিউল আলমের ছেলে।গ্রেফতার আসামির স্বীকারোক্তি ও তার দেখানো উক্ত গ্যারেজ হতে চোরাই ও রেজিস্ট্রেশন নাম্বার বিহীন ৫টি সিএনজি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সিএনজির আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা।
স্থানীয়রা জানান, ২ মাস পূর্বে আসামির বাবা বদিউল আলমও চোরাই সিএনজি রাখার অপরাধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে অবস্থান করছে।তার অবর্তমানে তার ছেলে ইফতেকার হাসান চোরাই সিএনজির ব্যবসাটি পরিচালনা করে আসছে।আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, উল্লেখিত সিএনজি গ্যারেজটি ধৃত চোরাকারবারী ইফতেকার হাসান ও তার বাবা বদিউল আলম পরিচালনা করে আসছিল এবং উদ্ধারকৃত সিএনজিগুলো চোরাই সিএনজি।চোরাই সিএনজি জেনেও সে সিএনজিগুলো চোরদের কাছ থেকে সংগ্রহ করে তার গ্যারেজে রেখেছিল।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের সকল সংবাদ পেতে এখানে ক্লিক করুন।