পাকিস্তানের বেলুচিস্তানের জোব জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে -সূত্র ডন
রবিবার (৩ জুলাই) ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।শেরানীর সহকারী কমিশনার মেহতাব শাহ ডন ডটকমকে জানান, ধনা সরের কাছে এ ঘটনা ঘটে। তিনি বলেন, দ্রুত গতিতে বাসটি খাদে পড়ে যায়, এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হয়।টেলিভিশনের ফুটেজে উদ্ধারকর্মীরা রক্তাক্ত যাত্রীদের সাহায্য করতে দেখায়, অন্য একটি দৃশ্যে ধ্বংসাবশেষ দেখা যায়।উদ্ধারকারী দলগুলি তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়,শাহ বলেন, মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
জোবের সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ নুরুল হক জানান, আহতদের হাসপাতালে আনা হচ্ছে তাদের অবস্থা আশঙ্কাজনক।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।
এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জো এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢোবের সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও প্রাণ হারানোর জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী আহতদের তাৎক্ষণিক ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গত মাসে, উত্তর বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলার কাছে একটি যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে যাওয়ায় একটি পরিবারের নয়জন সদস্য সহ 22 জন নিহত হয়। লোরালাই থেকে জোব যাওয়ার পথে 23 জন যাত্রী নিয়ে ভ্যানটি আখতারজাই এলাকায় পৌঁছলে 200 ফুট গভীর খাদে পড়ে যায়।কিলা সাইফুল্লাহর জেলা প্রশাসক হাফিজ মুহাম্মদ কাসিম কাকার বলেন, চালক দ্রুত গতিতে রাস্তার একটি বাঁকের প্রতিরক্ষা দেয়াল ভেঙ্গে শত শত ফুট খাদে পড়ে যায়।
-ডন,
আন্তর্জাতিক সংবাদ পেতে এখানেই ক্লিক করুন।