প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
রবিবার (৩ জুলাই) সকাল ৭টা থেকে অভিযান চালিয়ে হালদা নদীর ছায়ারচর ও কচুখাইন এলাকা থেকে এসব জাল জব্দ করার কথা জানান সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।তিনি বলেন, হালদা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় ৪ হাজার মিটার দৈঘ্যর অবৈধ দুটি ঘের জাল জব্দ করা হয়েছে।হালদায় মা মাছের ডিম ছাড়া সুরক্ষিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রাম সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন।