লেখক:মোঃসফিকুল ইসলাম
তোরা কখন মানুষ হবি না
স্যার আমাদের সব সময় বলত, তাতে আমাদের কি আসে যায়।
আমারা আমাদের মত দুষ্টমি করেই যেতাম।
কখন বুঝার চেষ্টা করতাম না পরে কি হবে।
আমারা তার পরেও যত দরনের
দুষ্টমি আছে করেই যেতাম।
সেই বয়সে কি আর ভালো মন্দ বুঝার বয়স ছিলো।
যেটা ভাবতাম সেটাই সঠিক মনে হোতো
স্যারেরা কত বকাদিতো।
সুন্দর করেও বুঝিয়ে পড়ার টেবিলে বসতে বলত।
মাথায় তো একটাই চিন্তা কি করে হবে
পড়ালেখা।
পরিক্ষায় খাতায় পেতাম জির।
বেতদিতো যত খুশি তত,
স্যার বলত বলটু পড়ালেখা
করতো একটু,,
আমার মাথায় যত চিন্তা কার গাছে পেকেছে আমটা
কখন পারব কখন খাব
এই নিয়ে যত মাথা ব্যথা
হবেনা আমার পড়ালেখা।
এখন সব হাড়ে হাড়ে টের পাছি
যুদি করতাম পড়ালেখা
হোতাম বড় আমি,
বলটু শুধু নাম হতো না
সাহেব হোতাম আমি।