মিঠুন সাহা ( পানছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।
বৃহস্পতিবার (৩০ জুন ) দুপুর ১২.৩০ টার সময় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাজার এলাকায় হোটেল এন্ড রেষ্টুরেন্টে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায়,দোকানের সামনে ও বিক্রিত পণ্যের উপর মূল্য তালিকা না থাকায় এবং ড্রিলিং লাইসেন্স না থাকায় ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩টি মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেনঃহোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে মূল্য তালিকা না রাখায়,অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায়,ড্রিলিং লাইসেন্স না থাকায় এই আর্থিক জরিমানা করা হয়। সবাইকে সচেতন ভাবে আইন মেনে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে হবে না হলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।