মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ও ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাঠের দুই ধারে শতাধীক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন তারা।
এ সময় কলেজের প্রভাষক জনাব আক্তার সারোয়ার,মোঃ এরশাদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম,জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য দিপন চাকমা,কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন,আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম,মোঃ আবু ছায়েদ আকনসহ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।