থোয়াই অং প্রু মারমা:- “বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা’২২ উদ্বোধন হয়েছে।
২৯ জুন বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমান, মানিকছড়ি সার্কেল এএসপি এ,কে,এম, কামরুজ্জামান প্রমূখ।
এছাড়াও চারটি ইউনিয়নের ১২ টি কৃষি ব্লকের ১৫০জন কৃষক উপস্থিত ছিলেন।