দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার পর ভারত থেকে চট্টগ্রামের বাজারে এসেছে পেঁয়াজ। গতকাল থেকে পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো বন্দর নগরীর ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে আসতে শুরু করে। তবে ভারত থেকে পেঁয়াজ আসার খবরে অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন আমদানিকারকরা। খাতুনগঞ্জে পেঁয়াজের ট্রাক আসতে স্হানীয় আড়তদাররা তেমন খুশি হতে পারেনি। আর অনেকের মতে এমন সময়ে ভারতের পেঁয়াজ আসায় আমদানিকারক ও দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণিকেন্দ্র হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে পেঁয়াজের দাম ছিল নিম্নমুখী। এছাড়া বাজারে আসতে শুরু করেছে দেশি মুড়িকাটা পেঁয়াজও।
এক আড়তদার জানান, পাইকারিতে তুরস্কের ছোট সাদা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায় ও বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। এছাড়া ছোট লাল পেঁয়াজ ৪৫-৪৬ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৪৫-৪৭ টাকা, দেশি মুড়িকাটা পেঁয়াজ ৩২-৩৫ টাকা, মিশরের পেঁয়াজ ২৯-৩০ টাকা ও নিউজিল্যান্ডের পেঁয়াজ ১৮ টাকায় বিক্রি হচ্ছে। এসব দাম কিছু স্হিতিশীল থাকলেও ভারতীয় পেঁয়াজ চলে আসায় এর দাম অর্ধেকে নেমে আসবে বলে ও অনেকের ধারণা।
এর আগে, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। দীর্ঘ সাড়ে তিন মাস রফতানি বন্ধ থাকার পর ২৮ ডিসেম্বর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দেশটি।