মিঠুন সাহা,পানছড়ি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়িতে সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকাল ৪টার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাবের ফয়সাল এর সঞ্চালনায় ও
মোঃমাসুন এর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব।
এই সময় আরও বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা ও সাংবাদিক মিঠুন সাহা।
এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সহ উপজলা ছাত্রলীগ,ইউনিয়ন ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫নং দমদম ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন।