এম.এস.কে.খোকা
লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন হাজার পিচ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল ২ জানুয়ারী ( শনিবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী টেকনাফ উপজেলার পুরান পল্লব মৃত মতিউর রহমানের পুত্র আমির হোসেন (২০)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এস আই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।