অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধিঃ
আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। সেই উপলক্ষে সারাদেশ ব্যাপী গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বুধবার (২২ জুন) কাপ্তাইয়ের বড়ইছড়ি বাজার, উপজেলা সদর, জেটিঘাট এবং নতুনবাজার এলাকায় পদ্মা সেতুর উপর রচিত সংগীত পরিবেশন করেন কাপ্তাই তথ্য অফিসের শিল্পীরা।
এইসময় কাপ্তাই তথ্য অফিসের শিল্পী রফিক আশেকীর কথা ও সুরে শিল্পীদল পদ্মা সেতু সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গানে গানে তুলে ধরেন। বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক জনগণ উৎসাহ নিয়ে এই সংগীতানুষ্ঠান উপভোগ করেন। কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, এই কর্মসূচী আগামী ২৫ জুন পর্যন্ত কাপ্তাই উপজেলা সহ বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলাও চলমান থাকবে।