প্রবল বর্ষণ জনিত পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম কালাগাজির পাড়ায় শতাধিক বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়ে তলিয়ে গেছে। এখনো ৫০ পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। এসব বাড়ি ঘরের ভিতরে বর্তমানে হাঁটু পরিমান পানি রয়েছে। ৫০ পরিবারের অন্তত পাঁচ শতাধিক লোকের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে ও বন্যার পানিতে হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া ও পশ্চিম কালাগাজির নিম্নাঞ্চলের অন্তত একশত বাড়ি ঘর পাহাড়ি ঢল ও বন্যার পানিতে তলিয়ে গেছে। ২০ই জুন সরেজমিনে গিয়ে দেখা যায় হোয়ানক ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কালাগাজির পাড়ায় ৫০টি পরিবারের সম্পূর্ণভাবে পানিবন্দি হয়ে আছে।
২নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম জানান,পশ্চিম কালাগাজির পাড়া সড়কে স্থাপিত ইতিপূর্বের একটি কালভার্ট গাইড ওয়াল নির্মাণের সময় চাপা পড়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হওয়ার কারণে পশ্চিম কালাগাজীরপাড়ার কিয়দাংশ বন্যার পানিতে ডুবে গেছে। জরুরী ভিত্তিতে একটি পাইপ কালভার্ট স্থাপন করে পানি নিষ্কাশনের জন্য তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।