বান্দরবানে রুমা উপজেলার পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-পলি মৌজা বিডি ৫০৭ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) অর্থায়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে গবাদি পশু পালন প্রশিক্ষণ প্রাপ্তদের আর্থ-সামাজিক আয় বৃদ্ধির লক্ষে গবাদি পশু বিতরণ করা হয়েছে।
সোমবার (২০জুন) সকালে বান্দরবানে রুমা উপজেলার থানা পাড়ার সংলগ্নে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে উপকারভোগী মাঝে এই গবাদি পশু বিতরণ করা হয়।
এসময় উপকারভোগী মাঝে গবাদি পশু বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী। রুমা থানা এএসআই আতিকুল,লোকাল কমিউনিটি কমিটি (এলসিসি) সভাপতি লুক মিলন ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেসতরাম ত্রিপুরাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের রুমা উপজেলার পলি মৌজা বিডি ৫০৭ এর ১৬জন উপকারভোগী দরিদ্র ছাত্র-ছাত্রীদের পরিবার এর মধ্যে ৬পরিবার পাচ্ছে প্রতি পরিবারে ৩টি ছাগল তার মধ্যে আরো ১০পরিবার পাচ্ছে প্রতি পরিবারে ১টি করে গরু।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন, এ প্রকল্পে যারা উপকারভোগী হিসেবে অর্ন্তভুক্ত ছাত্র-ছাত্রী রয়েছে তাদের মধ্যে গরিব ও হত দরিদ্র পরিবারের ১৬জন অভিভাবকদের গবাদি পশু যারা পেয়েছেন তাদেরকে যত্ন সহকারে পালন করার আহবান জানান।