লেখক:মোঃসফিকুল ইসলাম
বাবা নামের বট বৃক্ষটা এখন মাথার উপর ছায়ার মত আছে,
বাবার সম্পকে কি আর বলব।
সব বাবা রাই সব সন্তানের কাছে
সব চাইতে শ্রদ্ধার ব্যক্তিতো হয়।
আমার মনে হয় যুদি কোন সন্তান কে
প্রশ্ন করা হয়। তুমি বড় হয়ে কার আর্দশে বড় হতে যাও
নিচ্ছয় সন্তান বলবে আমার বাবার মত
এক জন সত ও আর্দশ বান হতে চাই।
তেমন আমার বাবাও আমার কাছে
সত ও আর্দশবান এক জন ব্যক্তির্ত।
যার কাছে সকল আবদার গুলো করা যায়।
সত কষ্টের মাঝেও সন্তানের চাওয়া পাওয়া গুলো পূরন করার চেষ্টা করে।
বাবা হচ্ছে পৃথিবীর সেষ্ট সম্পদ,
যে সম্পদটা হাজার সম্পদের মাঝে সব চাইতে মূল্যবান সম্পদ।
বাবারা একটু রাগিটাইপের হয়।
কিন্তু রাগের মাঝে লুকাইত থাকে
হাজার ভালোবাসার পসরা।
রাগের মাঝে লুকিয়ে থাকে সন্তান কে নিয়ে হাজার শ্বপ্নবুনার জাল।