অপরূপা রাঙ্গামাটির সর্বাত্বক পিছিয়ে থাকা একটি উপজেলা বরকল।উন্নয়নের ছোঁয়া এখনো বরকলবাসীর কাছে সেভাবে ধরা দিতে পারে নি।প্রায় স্থানেই বিদ্যুৎ নেই,যোগাযোগের সড়ক পথ নেই,পানির তীব্র কস্ট।
তবে আশার খবর হলো বর্তমান সরকার ও অত্র জেলা ও উপজেলার দায়িত্বরত বিভীন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা সুদৃষ্টির ফলে একটু একটু করে বদলে যাচ্ছে বরকল।
তার মধ্যে অন্যতম হলেন রাঙামাটি জেলা প্রশাসক মো মিজানুর রহমান।
কোন জেলা প্রশাসক হিসেবে প্রথম বারের মত এসেছেন বরকল উপজেলার দূর্গম ঠেগা খুব্বাং -এ । আজ ১৭ জুন ২০২২ রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকলের উপজেলা নির্বাহী অফিসার মো জুয়েল রানা ও উপজেলা চেয়ারম্যান বিধান চাকমাসহ ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময়ে জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো মামুন,মহীলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা সহ আরো অনেকে।
এসময় তিনি অত্র এলাকার সমস্যাসমূহ নিয়ে গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।। ধীরে ধীরে এলাকায় উন্নয়নের পাশাপাশি দেশাত্মবোধ ও সম্প্রতি ধরে রাখার আহ্বান জানান। খুব্বাং উচ্চ বিদ্যালয় কতৃক আয়োযিত গুনিজনের সংবর্ধনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উন্নয়ন, শিক্ষার মান প্রভৃতি বিষয় আলোচনায় উঠে আসে। তিনি বিদায়ী এসএসসি ২০২২ পরিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন।