পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যামচপেইন বিষয়ক কর্মশালা ১৭ই জুন শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জনাব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে — প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুপ্রু চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর সার্কেল পুলিশ সুপার,প্রকল্প পরিচালক জনাব ইয়াসিন, মৎস্য অধিদপ্তর, ও জেলা পরিষদ সদস্যবৃন্দরা,
আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের সম্মানিত প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাসরিন ইসলাম,সহ মৎস্য কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এসময় কর্মশালাটিতে অতিথিদের বক্তব্যে পার্বত্য এলাকা রাঙ্গামাটির মৎস্যসম্পদ উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ দিক তুলে ধরা হয়েছে।