রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন নির্বাচিত হয়েছেন। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থনপুষ্ট স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে রহমত উল্ল্যাহ খাজা পেয়েছেন ২ হাজার ২শত ৭৮ ভোট।
এর আগে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন, চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিকভোটিং মেশিনে (ইভিএম) এ ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকে নারী-পুরুষ উভয়ে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। তবে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর পদ্ধতিতে হওয়ায় ভোট গ্রহন করার ধীর গীতিতে চলে।
এবার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই তরুন প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন এবং স্বতন্দ্র প্রার্থী মোঃ রহমত উল্লাহ খাজা প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, ২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়। তবে প্রথম দিকে এই পৌরসভায় নির্বাচন না দিয়ে পৌর প্রশাসক দিয়ে পৌর সভা পরিচালনা করা হয়। ২০১২ সালের দিকে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার এই পৌরসভার তৃতীয় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।