আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি।
মিরসরাইয়ের অন্যতম নিবন্ধিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
১ লা জানুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকায় সংগঠনের কার্যালয়ে ২০২১ সালের কমিটি ঘোষণা করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার এস.এম আবুল হোসেন।
আমিনুল হক সজীবকে সভাপতি ও রিপন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাকারিয়া মহিম, সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলফাদুল হক নিশান, প্রচার সম্পাদক মোঃ হাছান, কোষাধ্যক্ষ ইমাম হোসেন, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন বাপ্পি, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ, দপ্তর সম্পাদক মেহেদী হাছান রিতুন, সাংস্কৃতিক সম্পাদক আবিদ হাসান।
এবং কার্যকরী পরিষদ সদস্যরা হলেন সোলেমান উদ্দিন বাদশা, সালাউদ্দিন, সাখাওয়াত হোসেন শওকত, নুরু উদ্দিন।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার বাবু সাধন কৃষ্ণ দাশ, প্রার্থীগণ ও সদস্যবৃন্দ।