বান্দরবানে রুমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দিনব্যাপী ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টা দিকে রুমা উপজেলা মিলনায়তনে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রত্যেষ চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।
এ সময় মোহাম্মদ রফিকল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানে কৃষির গবেষণা ইন্সটিটিউট বৈজ্ঞানিক উদ্ধর্তন কর্মকর্তা তানহারুল ইসলাম লেলিন, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, বিভিন্ন ধর্মীয় নেতাগণ, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা ও শিক্ষকগণসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
সেমিনারে শেষে প্রধান অতিথি মোহাম্মদ রফিকল ইসলাম ৩৪টি স্প্রে মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।