মহেশখালী উপজেলায় অনুষ্ঠিতব্য বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৫ই জুন। প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুই ইউনিয়নের ৩২ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল। তিনি আরও জানান, এ নির্বাচনে বড় মহেশখালী ইউনিয়নে ১৫টি এবং কালারমারছড়া ইউনিয়নে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসন কঠোর নজর দারীতে রয়েছেন। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন ও থানার ওসি আবদুল হাই জানান, বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে দায়িত্বে থাকবেন ১১ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন র্যাব, ৩০ জন বিজিবি, ৪ শতাধিক পুলিশ ও ৬ শতাধিক আনসার বাহিনীর সদস্য।
এ ছাড়াও থাকবেন ডিজিএফআই, এনএসআইসহ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ক্যামরা।
এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ পরিকর বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান। তিনি গতকাল বিকালে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে ভোট গ্রহনে দায়িত্বরত পুলিশদের ব্রিফিং প্যারেডে বক্তব্য দানকালে বলেন, বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ভোট কেন্দ্রে কেউ আচরণ বিধি লংঘন করলে বা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে আরও জানা যায়, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বড়মহেশখালী ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩২৪৩০ জন। এদিকে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। কালারমারছড়া ইউনিয়নে মোট ভোটার ৩৬১১২ জন। দুই ইউনিয়নের সাধারণ জনগণ প্রশাসনের কাছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ নির্বাচন আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ মে কালারমারছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কালারমারছড়ায় তারেক বিন ওসমান শরীফ এবং বড় মহেশখালীতে এনায়েত উল্লাহ বাবুল চেয়ারম্যান নির্বাচিত হন।