বান্দরবানে রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত অনুযায়ী গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বিএনপির দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা উপস্থিত থেকেই সোমবার (১২জুন) সকাল দিকে রুমা বাজার সংলগ্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে রুমা বাজার বটগাছের তলায় সমাবেশের দেশ ক্রান্তী লগ্নের , দল দূর্দশা, দলের সক্রিয় কর্মী ইদ্রিস মিয়া সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুরুষ ভাইস চেয়ারম্যান জিংসমলিয়ান বম।
সমাবেশে বিএনপির নেতা লুপ্রূ মার্মা,ভানরৌপুই বম বক্তব্য রাখেন।
বক্তব্যের বিএনপির নেতা লুপ্রূ মার্মা বলেন , দেশ সবারই তাই ভিন্নমতের মতাদর্শ গনতান্ত্রিক চর্চা সব দলের সমান সাংবিধানিক অধিকার দিতে হবে। মূহুর্তে দেশের মানুষ ভালো নেই গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কমাতে হবে। সাধারণ জনগনের ট্যাক্সের চলা রাষ্ট্রীয় টাকা জনগনের সাথে তামাশা করা সামিল ! তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা দাবি জানান।
পরে ইদ্রিস মিয়া সভাপতি অনুমতি সাপেক্ষে উপস্থিতি সকলকে আগামী দিনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সকল আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।