সোমবার ১৩ই জুন সন্ধ্যায় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।পরিচালিত অভিযানে বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ির বাসিন্দা ফুল মিয়ার পুত্র বাদশা মিয়া-(৩৫)কে গাজাসহ আটক করেন থানা পুলিশ।
স্থানীয়সূত্রে জানাগেছে,আটকৃত বাদশা মিয়া অনেকদিন যাবত নিজে গাজা সেবন ও বাগাছড়ি,নানিয়ারচর এলাকা সহ আশে পাশে গোপনে গাজার ব্যবসা নিয়মিত পরিচালনা করতেন।
এ বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার বলেন, ৫০০ গ্রামের অধিক গাঁজাগুলো উদ্ধার করে নানিয়ারচর থানা হেফাজতে রাখা হয়েছে,পরে সরকারি নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে এবং আটককৃত ব্যক্তিকে মাদক আইনে বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।