আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ১০২ পিস ইয়াবা সহ দুজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলো মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মাদক সম্রাট হিসেবে পরিচিত জামশেদ আলমের পুত্র সেলিম উদ্দিন বুলেট (৩৮) ও তাঁর সহযোগী আব্দুল কাদেরের পুত্র মোঃ মেশকাত।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।