শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
শুক্রবার(১জানুয়ারী) প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক,সিঃ যুগ্ম আহ্বায়ক শাহ্ নেওয়াজ চৌধুরী,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু কায়ছার,উপজেলা যুগ্ন আহবায়ক মিজান,যুগ্ন আহবায়ক শাহজালাল,
স্বেচ্ছাসেবকদল ঘুমধুম ইউনিয়ন সভাপতি নুরুল আবছার,যুবদলের সাধারন সম্পাদক জহির,যুবনেতা সিরাজুল ইসলাম,ছৈয়দ আলম,ছাত্রনেতা মোঃ আলমগীর,আতিক,শাকিল,সাদেক সহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেছেন,
,৫ জানুয়ারি ও ৩০ ডিসেম্বর ভোটার বিহীন একতরফা নির্বাচন বাংলাদেশের জনগণ ঘৃণাভরে বর্জন করেছে। বর্তমান সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। এখন নির্বাচন মানে আতঙ্ক আর বিরোধী মতের উপর মামলা, হামলা, নির্যাতন। দিনের ভোট রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়। নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। সরকারের প্রশাসন ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে কেন্দ্র দখল করে জনগনের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে,এমটাই দাবী করেন।