মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৬নম্বর (সদর) ওয়ার্ডের বাসিন্দা উপকারভোগী প্রাণধন শীল।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন।
অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, বিশিষ্ট ব্যবসায়ি মো. হাফেজ, জেলা ওলামা লীগের সদস্য গফুর ফারুক, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আফছার শামীম, সাধারণ সম্পাদক অংশেপ্রু মারমা, মানিকছড়ি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমূখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় হালদা স্নান তীর্থাশ্রম দশাহরা কালি মন্দির পরিদর্শন করে মন্দিরের উন্নয়নে আর্থিক অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।