বান্দরবান প্রতিনিধিঃ
আগামী ১২ থেকে ১৫ জুন ২০২২ পর্যন্ত চার দিনব্যাপী সারাদেশের ন্যায় বান্দরবানেও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে জেলা পর্যায়ে বান্দরবানের কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে সিভিল সার্জন ডাক্তার নীহার রঞ্জন নন্দী সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় সিভিল সার্জন ডাক্তার নীহার রঞ্জন নন্দী জানান, আগামী ১২ থেকে ১৫ জুন ২০২২ অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আওতায় এবার বান্দরবান জেলার সাতটি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১,৬০৫ জন এবং১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৪,৩৪০ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জেলার দূর্গম এলাকায় ইতিমধ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রস্তুতির জন্য সব ব্যবস্থা করা হয়েছে।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ আলমগীর, আইসিটি বিভাগের ডাঃ ফারজানা আলী, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।