আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার গ্রামের একতা ক্রীড়া সংঘের ২০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ) সকালে জাপান বাজার সংলগ্ন মাঠে আন্ত ক্রীড়া প্রতিযোগীতা এবং বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু ছায়েদ লিংকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতানা গিয়াস উদ্দিন জসিম, উদয়ন ক্লাবের সহ-সভাপতি আশিষ দাশ, সাধারন সম্পাদক মাকসুদ আলম শাহীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিলদারবাসা সংকল্প ক্লাবের সদস্য সচিব জাহেদুল ইসলাম, রংধনু ক্লাবের সহ-সভাপতি নাজমুল আহসান রনি, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউর রহমান মতিন, একতা ক্রীড়া সংঘের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, অনুষ্ঠানের আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য শুভ কুমার শীল , সজীব, পারভেজ ও ইমন প্রমুখ।
ক্লাবের সভাপতি মাঈন উদ্দিন বলেন, অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করে আজকের এ অবস্থানে এসে দাঁড়িয়েছে একতা ক্রীড়া সংঘ। যারা ক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন আমরা তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আগামীতেও সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাব বলে আশাবাদী।