৭ ই জুন (মঙ্গলবার) সকালে নানিয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে ফুল দিয়ে ও ফিতা কেটে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চঃদাঃ) ফয়জুল বারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান,এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুজন হালদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আনোয়ার জাহেদ এবং ভিডিপির কমান্ডারসহ প্রায় ২ শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার বলেন,অপরাধ নির্মূলে আনসারদের ভূমিকা রাখতে হবে এবং নিজ এলাকায় সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, ও অপমৃত্যুসহ নানা ধরনের সকল তথ্যাদি দিয়ে উপজেলা প্রশাসনকে সহায়তা করতে হবে,এবং সকলকে একযোগে কাজ করতে হবে।
পরে প্রধান অতিথি উপজেলার এ বছরের মহিলা ও পুরুষের মধ্যে সেরা আনসার ও ভিডিপিকে পুরস্কৃত করেন।