মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী কর্মকর্তা পুলক চক্রবর্তীর উপস্থাপননায় এবং মেডিকেল কর্মকর্তা ডা. নাইম উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী। বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. ফরিদুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জবরুদ খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কান্তি চাকমা প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, আগামী ১২-১৫ জুন সারাদেশে ০-৫৯ বয়সী শিশুদের লাল ও নীল বর্ণের ক্যাপসুল খাওয়ানো হবে। প্রচার- প্রচারণার মাধ্যমে জনসচেতনতায় জাতীয় গুরুত্বপূর্ণ ক্যাম্পইন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।