স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:- জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৭তম বর্ষে পদার্পণে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সহ-সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রবিউল হোসেনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম, উপজেলা প্রকৌশলী মো. আবদুল খালেক , যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে.আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. রমজান আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদস্য মো. ইসমাইল হোসেন, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, যায়যায়দিনের রামগড় প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন ও গুইমারা প্রতিনিধি মো. করিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।