মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র্যালী শেষে টাউন হল সভা কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
স্যানিটারি ইন্সপেক্টর পুলক চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডা. নাইমুল হক, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি এবং সমাজের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব ব্যাপক। আবাদযোগ্য জতিতে তামাক চাষের কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে পার্বত্যঞ্চলের বিভিন্ন স্থানে তামাকের ব্যাপক চাষাবাদ হয়। তামাককের কারণে প্রতিবছর অসংখ্য লোক মারা যাচ্ছে। পাশাপাশি তামাক বা মাদকে আসক্ত হয়ে যুব সমাজ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। যা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ। তাই বর্তমান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সকলকে তামাক সেবনকে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।