বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়।
পরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কার্যালয়ে, কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবর্ণজয়ন্তীর কেক কাটেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বৈসবী-১ এর নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক কয়সুল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী অভিজিৎ চন্দ্র পাল, পরিচালন বিভাগের সহকারি প্রকৌশলী আবুল বাসার, কাপ্তাই ৭.৪ সোলার বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতা আব্দুল ওহাব ও মোশারফ হোসেন সহ পানি বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।