রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৫জুন অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বিশেষ আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১মে বেলা ১১ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
এসময় রাংগামাটি জেলা প্রসাশক মিজানুর রহমানে এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন, সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল চৌধুরী ,উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
আরো উপস্থিত ছিলেন, ৬ বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লে.কর্ণেল মোনতাসির আহমেদ পিএসসি।,২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লে.কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া পিএসসি, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ সাইদুর রহমান ও বিভিন্ন দপ্তরের অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী গন।
সভায় মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীগন তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন। তারা সরকারের কাছে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে সুষ্ঠ অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জোর দাবি জানায়।