মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুই শিক্ষক। এতে বিদ্যালয় ক্যাটাগরিতে যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহবুল কালাম আজাদ ও মাদরাসা ক্যাটাগরিতে দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ বেলাল উদ্দীন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলায় শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও নির্বাচিত হয় দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গেল সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ট স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস দল নির্বাচন শেষে জেলায় প্রেরণ করেন উপজেলা কমিটি।
পরে গত ২৪ মে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বাছাই পর্বে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন এই দুই প্রতিষ্ঠান প্রধান। এতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. মাসুম বিল্লাহ।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উদযাপন কমিটির সদস্য সচিব উত্তম খীসা বিষয়টি নিশ্চিত করেছেন।