টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ইলিপন চাকমা সদস্য মনোনীত হওয়ায় আনন্দে উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের দলীয় কর্মীরা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখা এবং ইউনিয়ন শাখা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পার্টি অফিসে ইলিপন চাকমাকে প্রধান করা হয় দলীয় সংবর্ধনা।
দলীয় সংবর্ধনা প্রধানের সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুল ওয়াহাব হাওলাদার, সাবেক সহ-সভাপতি আনসার আলী, সাবেক সহ-সভাপতি বাবুল কর্মকার, সাবেক সহ-সভাপতি সুজিত তালুকদার, যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত,সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদার, সাবেক ছাত্র নেতা জনতা শেখর চাকমা, এডভোকেট মামুন ভুঁইয়া সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ,যুব মহিলা লীগ, ও ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাবেক সহ-সভাপতি আনসার আলীর সভাপতিত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য কে দলীয় সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রিপন দাশ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুল ওয়াহাব হাওলাদার, নানিয়াচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ইলিপন চাকমা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, সাবেক ছাত্র নেতা জনতা শেখর চাকমা সহ আরো অনেকেই।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ইলিপন চাকমা স্বাগত বক্তব্যে রাখার সময় সর্বপ্রথম এই বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে শরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ১৯৭১ সালের সকল শহীদের। খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ২৯৯নং আসনের মাননীয় সাংসদ ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা জনাব দীপংকর তালুকদার এমপি মহোদয় কে কৃতজ্ঞতা জানান। তিনি আরো
বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সকল নেতা কর্মীকে কাজ করার জন্য অনুরোধ করেন । আজ তিনি জেলা পরিষদের সদস্য আগামীতে সাবেক হবেন সুতরাং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সাবেক সহ-সভাপতি আনসার আলী স্বাগত বক্তব্য রাখার মাধ্যমে আলোচনা সভা সমাপ্তির ঘোষণা করা হয়।