মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মেলন আগামী ১৫ই জুন বুধবার অনুষ্ঠিত হবে। ১৫ই মে রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু এর সভাপতিত্বে এবং কৌশিক ভট্টাচার্য ও আবু হাসনাত মারুফ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা সভাপতি আলহাজ্ব মোঃ নাজমুল হক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, মৌলভীবাজার সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় লাকি,নাট্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুক আহমেদ প্রমুখ।
বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেন, আমি আজ আপনাদের সামনে ঘোষণা করছি আগামী ১৫ই জুন বুধবার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আনুষ্ঠিত করা হবে।