রাঙামাটির ১০ টি উপজেলার মধ্যে কাউখালী একটি।
ভূ-উপগ্রহ কেন্দ্র ;
কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়ন।তন্মধ্যে বেতবুনিয়া ইউনিয়ন অন্যতম।বেতবুনিয়ায় একটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে।এই ভূ-উপগ্রহ কেন্দ্রের জন্য বেতবুনিয়া একটি বিখ্যাত স্থান।ডিজিটাল বাংলাদেশের ১২মে ২০১৮ সালের উদ্ভোধনীয় বঙ্গবন্ধুর স্যাটেলাইট গ্রাউন্ড -১ এর দ্বিতীয় স্টেশন বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র।।।
PSTS
কাউখালী উপজেলার একটি অন্যতম স্থান PSTS।যার পূর্ণরূপ পুলিশ স্পেশ্যাল ট্রেনিং স্কুল। বিভিন্ন জেলা,উপজেলা থেকে পাহাড়ে ঘেরা পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নিতে আসে।পুলিশ স্পেশ্যাল ট্রেনিং স্কুলটির আওতায় একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও আছে।।।
হেলিকপ্টার শুট,
কাউখালী উপজেলায় একটি।হেলিকপ্টার শুট আছে।এটি পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের উপরে অভস্থিত।এখানে অনেক পর্যটক বেড়াতে আসেন।এই পর্যটন কেন্দ্র থেকে সূর্য উদয় দেখতে খুবই ভালো লাগে।।।।
ঝুলন্ত ব্রিজ;
পোয়াপাড়া আদর্শগ্রামে একটি ঝুলন্ত ব্রিজ আছে।এটি যাতায়াতে ব্যাবহার করা হয়।এটি যেমন যাতায়াত পথ,যেমনি নান্দনিক।
এছাড়া রয়েছে অনেক পাহাড়।এসব পাহাড়ে পাহাড়ীরা জুম,ভুট্টা প্রভৃতি চাষ করে জীবিকা নির্বাহ করেন।।।