মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মালম্ভীদের আয়োজনে বর্ণিল র্যালী ও মঙ্গল শোভা যাত্রা রের করা হয়েছে।
শনিবার (১৪ মে) ধর্মরক্ষি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত নারিন্দা মহাস্থবির সভাপতিত্বে শোভাযাত্রায় অথিতি হিসেবে উপস্থত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মারমা উন্নয়ন সংসদে সভাপতি মংশেপ্রু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্র্যাঞ্চের দল নেতা থোয়াইঅংপ্রু মারমা, উলাসাই মারমা, অংথোয়াই মারমারাজু, মিতালী চৌধুরী প্রমূখ।
মঙ্গল শোভাযাত্রাটি মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম -খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে গচ্ছা বিল ধর্ম ঘর এলাকা গিয়ে শেষ হয়।এছাড়া উপজেলা কেন্দ্রীয় রাজ জেত বন বৌদ্ধ বিহার, বড়বিল সারি পুত্র বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে বোধি বৃক্ষে চন্দন সুগন্ধি যুক্ত জল দান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তলন শীল গ্রহণ সহস্রফুল, সহস্রফল, সাবাইকপূর্ণ ছইং, মিষ্টান্য ছইংসহ নানাবিধ দানীয় উপকরণ দিয়ে বুদ্ধ পূঁজা করা হয়।