মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠাম যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের আশির দশক থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষে আলোচনা সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) বিকাল ৩টায় যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় মাঠে আমজাদ হোসেনের সঞ্চালনায় ও অনুষ্ঠানের আহবায়ক এ টি এম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মো. কপিল উদ্দিন পাটোয়ারী। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা আ.লীগ নেতা মো. জাহিদুল আলম মাসুদ, মো. নুরুল ইসলাম, মো. দুলাল হোসেন ও মো. ইমাম হোসেন।
সভায় বক্তারা বলেন, অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোকবর্তিকা প্রজ্বলনের মাধ্যমে আলোকিত সৃজনশীল সমাজ বিনির্মাণে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যুব ও ছাত্র সমাজ সকল দ্বিধাদ্বন্দ্ব পরিহার করে ঐক্যবদ্ধ হতে পারলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। সময়ের ব্যবধানে ও জীবিকার তাগিদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করলেও এই মহতী উদ্যোগ বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যায়লটির সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান, প্রাক্তন শিক্ষার্থী মো. আলমগীর হোসেন, মো. শরিফ হোসেন, মো. শাহাব উদ্দিন, মিজানুর রহমান, আবুল বশর ও ইউপি সদস্য মো. তৈয়ব আলীসহ বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী।