মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. এনামুল হক এনাম।
সোমবার এক শুভেচ্ছা বার্তায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মানিকছড়ি উপজেলার সর্বস্তরের জনগনকে তিনি এই ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধি। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।
তিনি আরও বলেন, পুরো মুসলিম জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। এ ক্ষেত্রে কোন ধনী-গরিবের মধ্যে কোন ভেদাভেদ নাই। ঈদ সবার জন্যেই সমান আনন্দের। সুতরাং আসুৃন সবাই মিলে আমরা এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। সবাইকে ঈদ মোবারক।