মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় পানিতে ডুবে জান্নাত আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আক্তার উপজেলার তিনটহরী ইউনিয়নের (১নম্বর ওয়ার্ড) বড়বিল গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সোহাগের শিশুকন্যা।
পরিবার জানান, বেলা ১১ টার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার (জান্নাত) মা তাকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।