মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- পবিত্র মাহে রমজান উপলক্ষে ওলামায়ে কেরামদের সম্মানে খাগড়াছড়ির মানিকছড়িতে ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বাদ আসর উপজেলার তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসা মসজিদ মিলনায়তনে সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদীর সঞ্চালনায় ও হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী রবিউল ইসলাম শামীম।
ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মদ ও ইউপি সদস্য মো. শাহ আলম প্রমূখ।
অনুষ্ঠানে দেশ ও দেশের বাহিরের সকল মুসলমানদের জন্য দোয়া করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা নূর মোহাম্মদ। এসময় ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।