মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় ও তিনটহরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক এনাম, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম মাষ্টার, এনামুল হক, নুরুজ্জামান মাষ্টার, ওয়ালিউল্লাহ হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, সদস্য তোফায়েল আহম্মেদ, মকবুল আহম্মেদ ও মংসাপ্রু চৌধুরী।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মো. এনামুল হক এনাম বলেন, দেশ ও দলের দুঃসময়ের কান্ডারী তৃণমূলের প্রাণ শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা আগামী দিনে সরকার পতন আন্দোলন করে জাতিকে মুক্তি দিবে। তাই এখনই সময় নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার। পদ-পদবীর চেয়ে জাতির ক্রান্তিলগ্নে পরিবারে সম্প্রীতির দৃঢ়বন্ধনে আমরা তৃণমূলে সাংগঠনিক শক্তি মজবুত করতে কাজ করছি।
পরে উপজেলার তিনটহরী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে রেদোয়ান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুকের নাম ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
এসময় উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব জহির রায়হান নিরবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।