দিনটি ছিল ২০ এপ্রিল,১৯৭১ এর বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ আজকের এই দিনে রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে তিনি পাকিস্তানের বর্বর মিলিটারি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মর্টাল শেলের আঘাতে শহীদ হন।
এই মহান বীরের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর সমাধিতে পুস্পস্তাবক অর্পন দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন,নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ-ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ সারোয়ার কামাল, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর লাশ সমাহিত-কারি বীর মুক্তিযোদ্ধা দয়াল কৃষ্ণ চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ।
আলোচনা সভায় বিশেষ বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ কে সমাহিত করা বীর মুক্তিযোদ্ধা দয়াল কৃষ্ণ চাকমা। এসময়ে তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সমাহিত করার স্মৃতিচারণ করে বক্তব্য সকলের মাঝে তুলে ধরেন।