রাঙ্গামাটির নানিয়ারচরে কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টির কারণে কয়েকটি ইউনিয়নের অনেক ঘরবাড়ি লণ্ডভণ্ড এবং ক্ষতি হয়েছে। এলাকার গাছপালা উপড়ে গেছে ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার সকাল থেকেই সারাদেশে ন্যায় উপজেলার কয়েকটি ইউনিয়নে কাল বৈশাখী ঝড় বেশি আঘাত হানে। সাথে প্রচণ্ড শীলাবৃষ্টির কারণে ধানক্ষেতের ধান ঝরে পড়েছে এবং ধানের ছড়া মাটিতে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থান, সদর ইউনিয়নের চিল্লাচলী এলাকায় কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টির আঘাতে ফসলি জমিসহ অনেকগুলো কাচা ও টিনের ঘর ভেঙ্গে গেছে।
এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন, সকাল থেকে কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড শীলাবৃষ্টির কারণে বেশ কয়েকটি টিনের ঘর ভেঙ্গে গেছে এবং কয়েকটি ঘরের চাল উড়িয়ে কোথায় নিয়ে গেছে তার সন্ধান পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি ঘর, গাছপালা ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নানিয়ারচর উপজেলা কৃষি অফিস থেকে মো. জয়নাল আবেদীন বলেন, কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হয়েছে শুনেছি এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি তবে আমরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।