মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে খাগড়াছড়ি মানিকছড়িতে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বাদ আসর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. বেলাল উদ্দিনের পক্ষে আব্দুল মজিদ নেজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির কার্যকরী সদস্য মাওলানা মোঃ আনোয়ার হোসেন ফারুকী।
সভায় বিশেষ অতিথি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম চৌধুরী, ইউনিয়ন আ.লীগ সভাপতি আকতার হোসেন ভূঁইয়া, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুসা কালিম উল্লাহ, সহ-সভাপতি মাওলানা আহমুদুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন সম্পাদক কাউসার হামিদ রুকন, মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঈনুল হক, মাওঃ আবুল কাশেম ও মো. শহীদুল ইসলামসহ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত পরিবেশন শেষে ঐতিহাসি বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা।