মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ই এপ্রিল) বিকাল ৩ টায় শাপলাপুর ইউনিয়ন পরিষদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দীনের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ ওসমান সরওয়ারের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলন উদ্বোধন করেন-মহেশখালী উপজেলা আওয়ামীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের র্ধম বিষয়ক সম্পাদক এডঃ সিরাজুল মোস্তাফা,প্রধান বক্তা ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট বদিউল আলম সিকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুবুল হক মুকুল।
মহেশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক মকসুদ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদুল আলম , শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডঃ আব্দুল খালেক চৌধুরী,মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, কুতুবজোম ইউপির চেয়ারম্যান এড. শেখ কামাল, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর বক্স,ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ব্রজ গোপাল, সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম ছমি উদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার, শাপলাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ মোঃ আবু ছিদ্দিক, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নেজাম উদ্দিন সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পুনরায় ডাঃ ওসমান সরওয়ারকে সভাপতি এবং এম জসিম উদ্দীন কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে, সম্মেলনে দুপুরের পর থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও শোভাযাত্রা করে এই অনুষ্ঠানে যোগ দেন।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় র্ধম বিষয়ক সম্পাদক এডঃ সিরাজুল মোস্তাফা, বলেন, আওয়ামী লীগ মানুষের আস্তা অর্জন করেছে। কর্মী নির্ভর দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নীতিকে বিসর্জন দেবেন না। আওয়ামী লীগ জনগণের দল। এই সরকারের সময় মানুষ অনেক ভাল আছে এবং যে পরিমাণ উন্নয়ন হয়েছে দেশে আর কোনো সরকারের সময় এতো বেশি উন্নয়ন হয়নি।
প্রধান বক্তা মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, মহেশখালী কুতুবদিয়ায় যে পরিমান উন্নয়ন হচ্ছে, এ ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা প্রতীককে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পাশাপাশি সম্মেলনে যারা দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে নির্বাচিত করার আহবান জানান।