মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে তথ্য আপা প্রকল্পের, প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এবং তথ্যসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্টিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, ভেটেনেনারী সার্জন রনি কুমার দে, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্, কমিটির সদস্য ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদস্য মো. বিল্লাল হোসেন, বিলকিস আক্তার,আমেনা আক্তার প্রমূখ।
সভার শুরুতে তথ্যআপা অফিসের পক্ষ থেকে নবাগত ইউএনও রক্তিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারও সহকারীরা।